Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর  সমাজসেবা কার্যালয়, সংশ্লিষ্ট জেলা/ উপজেলা শহর 

উদ্দেশ্য-

(১)    টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকল্পে তরুণদের উপযুক্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যথোপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি;

 

(২)     দেশের তরুণ সম্প্রদায়কে উপযুক্ত পেশায় নিয়োজিত করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ;

 

এবং

 

(৩)    তরুণ উদ্যোক্তা তৈরি।

 

প্রশিক্ষণ কেন্দ্রের নাম।

 

শহর সমাজ উন্নয়ন কার্যক্রমের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের নাম বাংলায়- ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয় এবং ইংরেজিতে ‘Skill Development Training Centre, Urban Social Services Office

 

প্রশিক্ষণ ট্রেডসমূহ।–

(১)     দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসমূহে বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত ট্রেড অনুযায়ী অনুরূপ নামকরণ ও সিলেবাস অনুসরণ করা হচ্ছে।

 (২)    বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলা ও দেশীয় চাহিদা বিবেচনা করে Competency Based Training and Assessment (CBT&A) এর অধীন NTVQF level-1 থেকে level-6 চালু করা হচ্ছে।

(৩)    সংশ্লিষ্ট কার্যালয় স্থানীয় চাহিদার পরিপ্রেক্ষিতে কেয়ার গিভার ও পাটজাত পন্য উৎপাদনসহ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বোর্ড কর্তৃক অনুমোদিত তালিকানুসারে প্রশিক্ষণ ট্রেড চালু রয়েছে।

(৪)     সংশ্লিষ্ট কার্যালয় স্থানীয় চাহিদার পরিপ্রেক্ষিত বিবেচনা করে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কারিগরি বোর্ড বহির্ভুত প্রশিক্ষণ ট্রেড ও বোর্ডের অনুমোদনক্রমে চালু করতে পারবে;

(৫)     বাকাশিবো কর্তৃক অনুমোদিত ট্রেডসমূহ নিম্নরূপ, যথা:

ক্রম

ট্রেড’এরনাম

ট্রেডকোড

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন

৭৬

ইলেকট্রিকাল হাউজ ওয়্যারিং

১৭

হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং

৭৭

রেফ্রিজারেশন এন্ড এয়ার-কন্ডিশনিং

২৭

ড্রেসমেকিংএন্ড টেইলারিং

২৯

সার্টিফিকেট-ইন-বিউটিফিকেশন

৭২

মোবাইল ফোন সার্ভিসিং

৩৫

প্রফিসিয়েন্সী ইন ইংলিশ কমিউনিকেশন

৯৭

গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং

৮১

১০

ব্লক-বাটিক এন্ড প্রিন্টিং

96

১১

ডাটাবেজ প্রোগ্রামিং

৭৯

১২

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট

০২

১৩

রেডিও  এন্ড টেলিভিশন সার্ভিসিং

২৬

১৪

বাশঁ, বেত ও পাটিশিল্প

৬৪

১৫

জেনারেলইলেকট্রনিক্স

৯৫

১৬

ড্রাইভিং কাম অটোমেকানিক্স

৬৮

১৭

ট্রাভেলট্যুরিজম এন্ড টিকেটিং

৯১

১৮

এমব্রয়ডারি মেশিন অপারেটর অ্যান্ড মেইনটেন্যান্স

০৪

১৯

হর্টিকালচার

৬০

২০

আমিনশীপ

৪৮

 

প্রশিক্ষণার্থীর যোগ্যতা।–

 

(১)     প্রশিক্ষণ গ্রহণের যোগ্য ১৪ থেকে ৪৫ বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক (নারী/পুরুষ/হিজড়া) প্রশিক্ষণ গ্রহণের জন্য আবেদন করতে পারবে:

 

         তবে শর্ত থাকে যে, সুবিধাবঞ্চিত ও সমস্যাগ্রস্ত ব্যক্তি এ প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

 

(২)     সরকারি আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচিত সরকারি কর্মচারী এবং প্রকল্প বা কর্মসূচির সুবিধাভোগী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে;

 

(৩)    প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে একজন প্রশিক্ষণার্থীর নিম্নবর্ণিত যোগ্যতা থাকতে হবে, যথা:

 

(ক)   ড্রেসমেকিং এন্ড টেইলারিং, সার্টিফিকেট-ইন-বিউটিফিকেশন, হর্টিকালচার ও ব্লক-বাটিক এন্ড প্রিন্টিং ট্রেড’এর জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৫ম শ্রেণি বা পিইসি বা সমমান উত্তীর্ণ।

 

(খ)   অন্যান্য সকল ট্রেড’এর প্রশিক্ষণার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান উর্ত্তীর্ণ।

ভর্তি ফি।–

 

  • ১)   নির্বাচিত প্রার্থীকে নির্ধারিত ভর্তি ফি প্রদান করতে হবে এবং প্রতিটি ট্রেড’এর পরীক্ষায় অংশগ্রহণের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ও কেন্দ্র ফি প্রদান করতে হবে;

 

  •     স্থানীয় কমিটির মতামতের ভিত্তিতে সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রতিবছর পৃথকভাবে ভর্তি ফি’র পরিমাণ নির্ধারণ করে অফিস আদেশ জারী করতে পারবে;

তবে শর্ত থাকে যে, আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে সমন্বয় পরিষদ কোনো নির্বাচিত প্রার্থীর ভর্তি ফি হ্রাস করতে পারবে।

 

বোর্ড’এ প্রশিক্ষণার্থী নিবন্ধন ও মেয়াদ।–

 

(১)     অনুচ্ছেদ ২০ অনুসারে রেজিস্ট্রেশন ফি ও কেন্দ্র ফি পরিশোধ করে বোর্ড’এর সিস্টেমে প্রবেশ করে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক নিবন্ধন প্রক্রিয়া নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে;

 

(২)   বোর্ড’এর তালিকাভুক্ত ট্রেড থেকে স্থানীয় চাহিদা অনুযায়ী নির্বাচিত ট্রেড অনুযায়ী বোর্ড’এর সিলেবাস বা কারিকুলাম বা মডিউল মোতাবেক ৩-৬ মাস মেয়াদি/৩৬০ ঘন্টার প্রশিক্ষণ কোর্স জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর অথবা জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর সেশনে পরিচালিত হবে।

 

প্রশিক্ষণ সমাপ্তি ও সুবিধা।–

 

(১) বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণ এবং নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হলে সনদপত্র প্রদানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হবে।

 

(২) প্রশিক্ষণ কোর্স সফলভাবে সমাপনকারী প্রশিক্ষণার্থী আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী বা উদ্যোক্তা হিসেবে আগ্রহী হলে সংশ্লিষ্ট জেলার আওতাধীন উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় পরিচালিত ঘূর্ণায়মান তহবিল থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ গ্রহণের জন্য আবেদন করতে পারবে।

 

অনলাইন ভর্তির জন্য ভিজিট করুন : www.dsssdtms.gov.bd

বরিশাল বিভাগের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসমূহঃ

বিবরণ

বরিশাল

পটুয়াখালী

ভোলা

পিরোজপুর

ঝালকাঠি

বরগুনা

মোট

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, সংশ্লিষ্ট শহর সমাজসেবা কার্যালয়

০১

০২

০১

০১

০১

০১

০৭টি