সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রম দেশের পল্লী অঞ্চলে বসবাসরত দুস্থ, অসহায়, অবহেলিত, অনগ্রসর ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রমের আওতায় বাংলাদেশে সর্বপ্রথম সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের সূত্রপাত। ফলে এ কার্যক্রমটি বাংলাদেশ ক্ষুদ্রঋণ কার্যক্রমের সুতিকাগার এবং পথিকৃৎ হিসেবে প্রতিষ্ঠিত। এ কর্মসূচি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে সূচনা করে এক নতুন ও যুগান্তকারী ইতিহাস।
জাতির জনক বঙ্গবন্ধুর দিকনির্দেশনায় সমাজসেবা অধিদফতর ১৯৭৪ সালে কর্মসূচির মাধ্যমে পল্লী অঞ্চলে বসবাসরত ভূমিহীন, দারিদ্র্যসীমার নীচে বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করে বিভিন্ন কর্মদলে সুসংগঠিত করা হয়ে থাকে এবং সুদমুক্ত ক্ষুদ্র পুঁজি প্রদানের মাধ্যমে উৎপাদনমূলক ও আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করে দেশের সকল প্রকার অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সদস্য সচিব ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে মোট ১৬ সদস্য বিশিষ্ট পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন কমিটি (ইউপিআইসি) উপজেলা পর্যায়ে এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
সেবা:
সেবা গ্রহীতা:
কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ:
বরিশাল বিভাগের ০৬ টি জেলায় মাঠপর্যায়ে সকল উপজেলা সমাজসেবা অফিসার এ কার্যক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট।
জেলা পর্যায়ের উপ-পরিচালক ও সহকারী পরিচালক মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। উপজেলায় পল্লী সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন কমিটি কার্যক্রমটি’র বাস্তবায়ন কর্তৃপক্ষ। উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কার্যক্রম বাস্তবায়ন কমিটির যথাক্রমে সদস্য-সচিব ও সভাপতি হিসেবে দায়িত্ব প্রাপ্ত। ইউনিয়ন সমাজকর্মী ও ট্রেনিং ইন্সট্রাকটরগণ গ্রাম পর্যায়ে সেবা গ্রহীতাগণের সাথে সরাসরি কাজ করে থাকেন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ডসুপারভাইজার ইউনিয়ন সমাজকর্মী ও ট্রেনিং ইন্সট্রাকটরগণের কার্যক্রম তদারকী করেন এবং কার্যক্রমের সার্বিক সমন্বয়ে সমাজসেবা কর্মকর্তাকে সহায়তা করেন।
সেবাদান কেন্দ্র:
বরিশাল বিভাগের ০৬ টি জেলার সকল উপজেলা সমাজসেবা কার্যালয়;
কার্যাবলি:
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক নির্বাচিত গ্রামে ইউনিয়ন সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক কর্তৃক পরিবার জরিপ সম্পন্নকরণপূর্বক ক ও খ গ্রুপভুক্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে কর্মদল গঠন ও প্রশিক্ষণ প্রদানের পর প্রত্যেক দলীয় সদস্যকে ২০ টি সামাজিক কার্যক্রম অবহিতপূর্বক অভ্যস্ত করানো হয়। অতঃপর গ্রাম কমিটি বা কর্মদল হতে প্রস্তাবিত ঋণ প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইপূর্বক আবেদনপত্রসহ খসড়া তালিকা সংশ্লিষ্ট সমাজকর্মী/কারিগরি প্রশিক্ষক দাখিল করেন এবং আদায়কৃত সঞ্চয় প্রকল্প গ্রাম বা কর্মদলের ব্যাংক হিসাবে জমা করেন। প্রস্ত্ততকৃত খসড়া তালিকা, আবেদনপত্র, স্কিম ফিল্ডসুপারভাইজার কর্তৃক পরীক্ষান্তে সুপারিশসহ উপজেলা সমাজসেবা অফিসারের নিকট দাখিল করেন। অতঃপর উপজেলা সমাজসেবা অফিসার ইউপিআইসির সভার আয়োজন করে ঋণ অনুমোদন করেন। অবশেষে নির্বাচিত ঋণ গ্রহীতাদের মাঝে ঋণের চেক/নগদ টাকা বিতরণের স্থান, তারিখ নির্ধারণ করে তাদের অবহিতপূর্বক ঋণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
নাগরিকদের সহযোগিতার ক্ষেত্র:
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ:
সেবা প্রদানের সময়সীমা:
নির্দিষ্টসেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তাঃ
১. উপজেলা নির্বাহী অফিসার (সংশ্লিষ্ট উপজেলা)
২. উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় (সংশ্লিষ্ট জেলা)
৩. পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, বরিশাল
সমাজসেবা অধিদফতরের ক্ষুদ্রঋণ বিতরণে বরিশাল বিভাগের তথ্য নিম্নরূপঃ
আরএসএস (১-৬) বিনিয়োগঃ
জেলার নাম |
প্রকল্পভুক্ত ইউনিট সংখ্যা |
প্রকল্পভুক্ত গ্রাম সংখ্যা |
লক্ষ্যভুক্ত পরিবার সংখ্যা |
মোট প্রাপ্ত তহবিল |
মোট স্কীম সংখ্যা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
বরিশাল |
১২২ |
৫৬৮ |
৪৫৫৯৭ |
৩৪৬৯৭৭৮০ |
১৩০৪৯ |
ঝালকাঠী |
৩২ |
২০৩ |
২০৮২৫ |
১৬৪৩১৬১৫ |
৬৩৬৭ |
পটুয়াখালী |
১৯ |
৮০ |
৫০০৪২ |
২০৮৫৪১০১ |
৮৬১৫ |
পিরোজপুর |
৫১ |
৩০৭ |
৩৫৭৮৭ |
২১৬৬৪৩৪১ |
১৪০২১ |
ভোলা |
৭৯ |
২৩৬ |
৪১৩৩৩ |
২৬১৪৫৬৫৭ |
৯৬৯৪ |
বরগুনা |
৪৫ |
২৭২ |
২০৭৮৫ |
১৫৯১৩৮৮৫ |
৭২৮৭ |
মোট= |
৩৪৮ | ১৬৬৬ | ২১৪৩৬৯ |
১৩৫৭০৭৩৭৯ |
৫৯০৩৩ |
আরএসএস (১-৬) ক্রমপুঞ্জিত পুনঃবিনিয়োগঃ
প্রকল্পভুক্ত ইউনিয়ন / ওয়ার্ডের সংখ্যা |
প্রকল্পভুক্ত গ্রাম/ মহল্লার সংখ্যা |
ঘূর্ণায়মান তহবিল হিসাব বিনিয়োগের পরিমাণ- সকল স্তরের পুনঃ বিনিয়োগ একত্রে |
সর্বমোট স্কীম সংখ্যা |
৭ |
৮ |
৯ |
১০ |
বরিশাল |
৫০৮ |
৬৭৭৫৮২৪৩ |
১৫৪৫৬ |
ঝালকাঠী |
১৯৮ |
৪০৭৭১১২০ |
৯০২৪ |
পটুয়াখালী |
৩০১ |
২৪৬৬৩৯৮৭ |
৬৯৪৬ |
পিরোজপুর |
৩১০ |
৪০৮১৩৫৭১ |
১৩৪৪৯ |
ভোলা |
১৫৬ |
২৬৮৭০১৭৪ |
৭৫৮০ |
বরগুনা |
২৯৭ |
২৯৬৭৬৭৮৭ |
১১৭৩৯ |
সর্বমোট |
১৭৭০ |
২৩০৫৫৩৮৮২ |
৬৪১৯৪ |
আরএসএস (সুদমুক্ত ক্ষুদ্রঋণ) বিনিয়োগঃ
জেলার নাম |
প্রকল্পভুক্ত ইউনিট সংখ্যা |
প্রকল্পভুক্ত গ্রাম সংখ্যা |
লক্ষ্যভুক্ত পরিবার সংখ্যা |
মোট প্রাপ্ত তহবিল |
মোট স্কীম সংখ্যা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
বরিশাল |
৭০ |
১৬৫ |
৬৮৮৮ |
৬২০০০০০০ |
২৩৯১ |
ঝালকাঠী |
৩২ |
২০৩ |
২০৮২৫ |
২৩০৫০০০০ |
১২০৩ |
পটুয়াখালী |
38 |
৭৬ |
৬০৬৭ |
৪৮৭০০০০০ |
২৬৭৪ |
পিরোজপুর |
৫১ |
১৩৭ |
৩৯৭৮ |
৩৮৩০০০০০ |
২১০২ |
ভোলা |
২৮ |
৩২ |
৩৪৫৭ |
৩৬২৫০০০০ |
৯৯৩ |
বরগুনা |
৪৪ |
১৯৮ |
১৯৭৮৫ |
৩০৭০০০০০ |
২২৩০ |
মোট= |
২৬৩ |
৪১১ |
৬১০০০ |
২৩৯০০০০০০ |
১২১৩৩ |
আরএসএস (সুদমুক্ত ক্ষুদ্রঋণ) (ক্রমপুঞ্জিত পুনঃবিনিয়োগ)
প্রকল্পভুক্ত ইউনিয়ন / ওয়ার্ডের সংখ্যা |
প্রকল্পভুক্ত গ্রাম/ মহল্লার সংখ্যা |
ঘূর্ণায়মান তহবিল হিসাব বিনিয়োগের পরিমাণ- সকল স্তরের পুনঃ বিনিয়োগ একত্রে |
সর্বমোট স্কীম সংখ্যা |
৭ |
৮ |
৯ |
১০ |
বরিশাল |
২৬ |
৫০৯৯৯৫০০ |
২০৮৭ |
ঝালকাঠী |
১৩৯ |
২৫৭৯৪৮৮৭ |
১০১৬ |
পটুয়াখালী |
১১৬ |
২৫৭৯৪৮৮৭ |
১০১৬ |
পিরোজপুর |
৪৭ |
৩১০৩৩০০০ |
১১৮৭ |
ভোলা |
৮১ |
৫০২০০০০ |
২৪০ |
বরগুনা |
৩৭ |
১৮৪৬৫৫০০ |
৯৭৪ |
সর্বমোট |
১০৫ |
১৫৭১০৭৭৭৪ |
৬৫২০ |